প্রিমিয়ার ক্রিকেটে ইস্পাহানীর প্রথম জয়

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থার সাথে টাই করে লিগে ভাল কিছু করার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু পরের দুই ম্যাচে হেরে গেছে ইস্পাহানী স্পোর্টিং ক্লাব। অবশেষে লিগের চতুর্থ রাউন্ডে এসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ইস্পাহানী স্পোর্টিং ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইস্পাহানী স্পোর্টিং ক্লাব ৩ উইকেটে রাইজিং স্টার জুনিয়রকে পরাজিত করে। লিগে রাইজিং স্টার জুনিয়রের এটি তৃতীয় পরাজয়। এই ম্যাচে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থ রাইজিং স্টার জুনিয়রের ক্রিকেটাররা। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের।

সকালে টসে হেরে ব্যাট করতে নামে রাইজিং স্টার ক্লাব জুনিয়র। কিন্তু দলের ব্যাটাররা পারেনি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে। ২৫ রানে প্রথম উইকেট হারানোর পর ৪৪ রানে হারায় ৪ উইকেট। পঞ্চম উইকেটে শাহাদাত হোসেন এবং রাকিবুল হাসান মিলে যোগ করেন ৩৭ রান। ২৪ রান করা শাহাদাত হোসেনকে ফিরিয়ে এজুটি ভাঙেন রাহাতুল। এরপর অষ্টম উইকেটে তারেক আজিজ এবং আশরাফুল হোসেন মিলে ৫২ রান যোগ করলে মান বাঁচে রাইজিং স্টার জুনিয়রের। মূলত এ দুজনের কল্যানে দলের স্কোর দেড়শ পার হয়। শেষ পর্যন্ত ১৭১ রানে অল আউট হয় রাইজিং স্টার ক্লাব জুনিয়র। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন আশরাফুল হোসেন। এছাড়া আবদুল্লাহ জিসান ১১, শাহাদাত হোসেন ২৪, রাকিবুল হাসান ১৪, তাসামুল হক ১৫ এবং তারেক আজিজ অপরাজিত থাকেন ২৫ রান করে। ইস্পাহানী স্পোর্টিং ক্লাবের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন আরিফুল ইসলাম জনি এবং রাহাতুল ফেরদৌস। ২টি উইকেট নিয়েছেন ইমরুল করিম।

১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইস্পাহানীর শুরুটাও ভালো হয়নি। ৯ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর রাইজিং স্টার জুনিয়রের মত একের পর এক উইকেট হারাতে থাকে। ফলে ৬৬ রানে ৬ উইকেট হারিয়ে হারের মুখে পড়ে ইস্পাহানী। সেখান থেকে দলকে টানতে শুরু করেন আবদুল্লাহ আল মামুন এবং ইমরুল করিম। এদুজন দলকে পৌছে দেন একেবারে জয়ের কিনারায়। ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দল যখন জয় থেকে মাত্র ২ রান দুরে তখন ফিরেন ইমরুল করিম। ৭৫ বলে ৫টি চারের সাহায্যে ৪৫ রানের ধৈর্যশীল একটি ইনিংস খেলে দলকে জয়ের কিনারায় পৌছে দেন ইমরুল করিম। আর তার সাথে দারুন সঙ্গ দেওয়া মামুনকে আউট করতে পারেনি রাইজিং স্টার জুনিয়রের বোলাররা। তিনি করেন ৭৭ বলে ৭টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৫৮ রান। এর আগে রুদ্র ১৫ এবং তওসিফ করেন ২৪ রান। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে আশরাফুল হোসেন ৩৮ রানে নেন ৩ উইকেট। শাহাদাত হোসেন ১১ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নাঈম ইসলাম এবং তাসামুল হক।

আজকের খেলা : মোহামেডান এস সি বনাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল)

পূর্ববর্তী নিবন্ধআলহাজ্ব মোস্তফা হাকিম কিন্ডারগার্টেন ও হাইস্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৬১ কোটি টাকা