চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আবাহনী লিঃ। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগে নিজেদের তৃতীয় ম্যাচে আবাহনী লিঃ ৩৮ রানে হারিয়েছে সিটি কর্পোরেশন একাদশকে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে এফএমসি স্পোর্টসকে পরাজিত করে লিগ শুরু করেছিল আবাহনী। দ্বিতীয় ম্যাচে ফ্রেন্ডস ক্লবাকে একরকম উড়িয়ে দিয়েছিল আবাহনী। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমেছিল আবাহনী। কিন্তু রানের খাতা খোলার আগেই উইকেট হারায় তারা। এরপর দলের ব্যাটাররা কেউই বড় কোন ইনিংস খেলতে পারেননি। তবে সবাই ছোট ছোট অবদান রেখেছেন। কারো বড় কোন স্কোর না থাকলেও সবার সম্মিলীত প্রচেষ্টায় আবাহনী স্কোর গিয়ে দাড়ায় ২২৮ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ বলে ৪২ রান করেন আল আমিন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন শোয়াইব। তবে তিনি এই রান করতে খেলেছেন ৭৫ বল। এছাড়া সাইদুল ১৭, রিপন ২২, জাহিদ ১৫, বাপ্পা ২৫ বলে ২৭, আবু বক্কর ২০ বলে ২১, ইমরান ২৩ বলে ২১ এবং মোহাম্মদ হোসাইন করেন ১১ রান। সিটি কর্পোরেশন একাদশের পক্ষে ৫৪ রানে ৩টি উইকেট নিয়েছেন ইকবাল বাহার। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন শাহাদাত এবং মিঠু। ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিটি কর্পোরেশন একাদশ শুরুতেই দুই উইকেট হারায়। ২২ রানে চার বলের ব্যবধানে শাহাদাত এবং মিঠুকে হারায় সিটি কর্পোরেশন একাদশ। এরপর রোকন এবং লিখন মিলে যোগ করেন ৫৩ রান। ৬২ বলে ৮টি চারের সাহায্যে ৪৯ রান করে ফিরেন রোকন। এরপর আনোয়ার হোসেনকে নিয়ে ৮৩ রান যোগ করেন লিখন। এদুজন যখন ব্যাট করছিলেন তখন মনে হচ্ছিল সহজ জয় পেয়ে যাবে সিটি কর্পোরেশন। কিন্তু এজুটি ভাঙ্গার পরপরই শেষ হয়ে যায় সিটি কর্পোরেশন একাদশের সব প্রতিরোধ। ৫৬ বলে ৫২ রান আনোয়ারকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন জাহিদ। এরপর লিখন কিছুটা লড়াই করে গেলেও বাকি কেউ তাকে সহায়তা দিতে পারেনি। ফলে ইনজুরিতে পরে নিজেই ফিরে আসেন লিখন। ৯৮ বলে ৫৩ রান করেন লিখন। শেষ পর্যন্ত ৪৬.৪ ওভারে ১৯০ রানে অল আউট হয় সিটি কর্পোরেশন একাদশ। আবাহনীল পক্ষে মোহাম্মদ হোসাইন ২৪ রানে নিয়েছেন ৫ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন আবু বক্কর এবং বাপ্পা। একটি উইকেট নিয়েছেন জাহিদ।