প্রিমিয়ার ও প্রথম বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী দলসমূহের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা গত ২২জুন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিডিএফএ সভাপতি সৈয়দ মো. শহীদুল ইসলাম। সভায় প্রিমিয়ার ও ১ম বিভাগ ফুটবল লিগ শুরুর ব্যাপারে সিদ্ধান্ত হয় যে লিগের বাইলজ প্রত্যেক ক্লাবে প্রেরণ করা হবে এবং বাইলজে নতুন করে কোন সংশোধনী ও সংযোজন বা বিয়োজনের প্রস্তাব থাকলে তা ক্লাব কর্তৃক সিডিএফএ এর নিকট আগামী ১০ জুলাই তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। এছাড়া সভায় বাইলজ সংশোধনীর জন্য গঠিত কমিটি ক্লাব সমূহের প্রস্তাব পাওয়ার পর সভা আহ্বান করে নতুন করে খসড়া, বাইলজ তৈরি করা হবে এবং খেলা আরম্ভের তারিখ জানিয়ে দেয়া হবে। যা পরবর্তীতে নির্বাহী কমিটির সভায় অনুমোদন করা হবে। সভায় সিজেকেএস ও সিডিএফএ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।