মুজিববর্ষ সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগে গত ৫ ডিসেম্বর বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত খেলা অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন ৫৪-০৬ পয়েন্টে শহীদ শাহজাহান সংঘকে এবং সিটি ক্লাব ৩০-১৩ পয়েন্টে স্টার ক্লাবকে পরাজিত করে। এছাড়া ১ম বিভাগ লিগে মুক্ত বিহঙ্গ ৩৭-৩৬ পয়েন্টে মাদারবাড়ী উদয়ন সংঘকে, শতদল জুনিয়র ৪২-২৫ পয়েন্টে পাঁচলাইশ যুব সংঘকে, চট্টগ্রাম ফুটবল ক্লাব ৩৬-২৫ পয়েন্টে সাউথ এন্ড ক্লাবকে এবং মাদারবাডী মুক্তকন্ঠ ক্লাব ৪২-২০ পয়েন্টে চিটাগাং রয়েলকে পরাজিত করে। এদিকে প্রাকৃতিক দূর্যোগের কারণে ৬-৭ ডিসেম্বর তারিখে অনুষ্ঠেয় প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগের খেলাগুলো স্থগিত করা হয়েছে। ৮ ডিসেম্বর হতে বডিলিশিফট হয়ে খেলাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।