প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ট্রফি

| রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:১৭ পূর্বাহ্ণ

আগামী কয়েকদিনের মধ্যে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট২০২৫। এই টুর্নামেন্টে ঢাকার ২৮টি, চট্টগ্রামের ১০টি, খুলনা ও রাজশাহী অঞ্চলের ৪টি করে মোট ৪৬টি বিশ্ববিদ্যালয় অংশ নেবে। চট্টগ্রামের ১০টি দলের মধ্যে রয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটিও। ঢাকা থেকে ৪টি, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী অঞ্চল থেকে ২টি করে দল অর্থাৎ মোট ১০টি দলকে আঞ্চলিক পর্ব থেকে কোয়ার্টার ফাইনালের জন্য নির্বাচন করা হবে। এই ১০টি দল থেকে ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী ও রানারআপ নির্ধারণ করা হবে।

গত ১২ নভেম্বর আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের একটি প্রতিনিধি দল ট্রফি নিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন আশফাক হোসাইন আশিক, আফিফ ইবরাহিম ও তিথি তালুকদার। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাডভাইজার ড. আবদুর রহিম, প্রিমিয়ার ইউনিভার্সিটি স্পোর্টস কমিটির সদস্যবৃন্দ এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ফুটবল টিম।

পূর্ববর্তী নিবন্ধনারী কাবাডি বিশ্বকাপ কাল শুরু বাংলাদেশের দল ঘোষণা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ