প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড় ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ল্যাংগুয়েজ টেস্টিং সেন্টার ইংলিশোলজির মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ভিত্তিতে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইংলিশ ল্যাংগুয়েজ টেস্ট ভেন্যু গড়ে তোলা হবে। এই চুক্তির আওতায় প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং ইংলিশোলজি একটি সহযোগিতার রূপরেখা নির্ধারণ করেছে। এই সহযোগিতা মূলত এমএ ইন টিইএসওএল প্রোগ্রামের সঙ্গে ক্যামব্রিজ টিকেটি এবং ঐচ্ছিক লিঙ্গুয়াস্কিল পরীক্ষাগুলোকে সংযুক্ত করার ওপর গুরুত্ব দেবে। এই অংশীদারিত্বের লক্ষ্য হলো শিক্ষার্থীদের একদিকে একাডেমিক জ্ঞান প্রদান করা, অন্যদিকে বিশ্বব্যাপী স্বীকৃত পেশাদার শিক্ষকতার সার্টিফিকেট দেওয়া। বিশ্ববিদ্যালয় উন্নত কোর্স–অফার থেকে উপকৃত হবে এবং ইংলিশোলজি একটি মর্যাদাপূর্ণ অংশীদারিত্ব অর্জন করবে।
গতকাল বুধবার সকালে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দীন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, ইউনিভার্সিটির প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক গাজী শাহাদাত হোসেন, শাহনাজ পারভীন সিঁথি ও কোহিনুর আক্তার, ডিএসডব্লিউ ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের কাউন্সিলর ফাইজা চৌধুরী প্রমুখ। ইংলিশোলাজির পক্ষ থেকে উপস্থিত ছিলেন টিম লিডার সাবিলা আশালতা, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার জাহিদ হাসান, বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট আবদুল্লাহ আল ফয়সাল ও সেলস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মাহতাব আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।









