প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘এসওপি টিপস এন্ড ট্রিক্স’ শীর্ষক সেশন পরিচালনা

| মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইউনিভার্সিটির ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ)-র উদ্যোগে ‘এসওপি টিপস এন্ড ট্রিক্স’ শীর্ষক সেশন পরিচালনা করা হয়েছে। ২৭ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত এই সেশনে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। রিসোর্স পার্সন ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী। ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ)-র অ্যাডভাইজার ড. আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির এসওপির গুরুত্ব, তাৎপর্য ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার প্রতিযোগিতায় এগিয়ে যেতে হলে কেবল মেধা নয়, সঠিক প্রস্তুতি এবং আত্মউপস্থাপনের দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ‘স্টেটমেন্ট অব পারপাজ’ (এসওপি), যা একজন শিক্ষার্থীর চিন্তা, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন। একটি শক্তিশালী এসওপি কেবল ভর্তি প্রক্রিয়ায় নয়, বরং আত্মবিশ্বাস গঠনে এবং নিজের উদ্দেশ্য স্পষ্ট করতে সাহায্য করে। রিসোর্স পার্সন সাদাত জামান খান সেশন পরিচালনাকালে বলেন, যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে ভ্রমণ করতে উৎসুক হয়, তখন তাদের সামনে দুটো বিষয় দরকার হয়, একটি রিকমেন্ডেশন লেটার ও আরেকটি স্টেটমেন্ট অব পারপাজ। শিক্ষার্থী কী উদ্দেশ্যে বিদেশের সুনির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে সুনির্দিষ্ট সাবজেক্টে পড়তে চায়, তা এই দুটো বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। সন্তোষজনক ব্যাখ্যার অভাবে অনেকের এডমিশন বাতিল হয়ে যায়। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। সভাপতির বক্তব্যে ড. আবদুর রহিম বলেন, আমাদের শিক্ষার্থীরা আজ বৈশ্বিক প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে ড্রেজিং লাগবেই : মৎস্য উপদেষ্টা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইমার্জেন্সি কেয়ার কোর্স সম্পন্ন