প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অ্যানুয়াল স্পোর্টস সম্পন্ন

| বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:৪৫ অপরাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে সমপ্রতি ‘ইন্ট্রাডিপার্টমেন্ট অ্যানুয়াল স্পোর্টস’ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ফুটবল, ক্যারম, দাবা, লুডু ইত্যাদি খেলার আয়োজন করা হয়। ছেলেদের জন্য আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফরচুন স্পোর্টস এরিনাতে অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে অর্থনীতি বিভাগের আটটি সেমিস্টার অংশগ্রহণ করে। এতে পঞ্চম সেমিস্টার (গার্ডিয়ান ক্লাব) চ্যাম্পিয়ন হয় এবং দ্বিতীয় সেমিস্টার (ভ্যানগার্ড) রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও ১ম সেমিস্টারের রিকো সেরা গোলরক্ষক, ৫ম সেমিস্টারের রিয়াদ সেরা গোলদাতা ও ২য় বর্ষের ইমন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। মেয়েদের জন্য ক্যারম ও লুডো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতাগুলো বিশ্ববিদ্যালয়ের হাজারী লেইনস্থ ভবনে অনুষ্ঠিত হয়। ক্যারম প্রতিযোগিতায় সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী শুক্লা ও সামিয়া বিজয়ী হন এবং অষ্টম সেমিস্টারের হুমায়রা ও সাদিয়া রানার্স আপ হন। লুডো প্রতিযোগিতায় অষ্টম সেমিস্টারের ঐশী ও সাদিয়া চ্যাম্পিয়ন হন এবং তৃতীয় সেমিস্টারের শর্মি ও সাবিহা রানার্স আপ হন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, অর্থনীতি বিভাগের কোঅর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ, সহকারী অধ্যাপক ড. অর্পিতা দত্ত, উম্মে সালমা, ফারিয়া হোসেন বর্ষা, সুদীপ দে, প্রভাষক ইফতেখার মিয়া এবং বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্স আপদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআইসিসি র‌্যাংকিংয়ে উন্নতি সোবহানা জ্যোতিদের
পরবর্তী নিবন্ধ৯২ বছরের রেকর্ড ভাঙলেন আফ্রিদি