প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে গেইমমেনিয়ার পুরস্কার বিতরণ

| শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস স্পোর্টস ক্লাবের উদ্যোগে ৫ দিনের ‘ইন্ট্রা ডিপার্টমেন্ট গেইমমেনিয়া (সিজন)’ সম্পন্ন হয়েছে। এই ক্রীড়া প্রতিযোগিতায় টেবিল টেনিসে স্মাশ স্কোয়াড (ব্যাচ ৪৭) চ্যাম্পিয়ন ও ব্ল্যাক হক (ব্যাচ ৪৭) রানার আপ, চেস খেলায় রাহুল কাদের (ব্যাচ ৪৭) চ্যাম্পিয়ন ও সামিয়ুল হক (ব্যাচ ৪৫) রানার আপ, লুডু খেলায় হোমিজ (ব্যাচ ৪৩) চ্যাম্পিয়ন ও এমকে (ব্যাচ ৪৩) রানার আপ, ক্যারম খেলায় পকেট লিজেন্ড (ব্যাচ ৪৫) চ্যাম্পিয়ন ও ফ্লেইমস (ব্যাচ ৪৪) রানার আপ, রুবিক’স কিউবে ফামিয়া (ব্যাচ ৪৮) চ্যাম্পিয়ন ও তিশা চৌধুরী (ব্যাচ ৪৭) রানার আপ, পিইউবিজি খেলায় এয়ার সান এসপোর্টস (ব্যাচ ৪৭) চ্যাম্পিয়ন হয়। ইফুটবল প্রতিযোগিতায় রিফাত বিন রশিদ (ব্যাচ ৫০) চ্যাম্পিয়ন ও তানভির আহমেদ (ব্যাচ ৪৪) রানার আপ হয়। ক্রিকেট খেলায় গ্লাডিটোরস (ব্যাচ ৩৯) চ্যাম্পিয়ন ও স্পারটোনস (ব্যাচ ৪৯) রানার আপ হয়।

গত ১৭ সেপ্টেম্বর বুধবার, বিকেল ৫টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সম্মানিত অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন এম. মঈনুল হক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী। স্বাগত বক্তা ছিলেন বিজনেস স্পোর্টস ক্লাবের কনভেনার স্টিভ অস্কার ডি’ রোজারিও।

অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকশিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধশহীদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট মির্জাপুর ফুটবল একাডেমির জয়
পরবর্তী নিবন্ধনেপালকে চার গোলে উড়িয়ে শুরু বাংলাদেশের