প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস স্পোর্টস ক্লাবের উদ্যোগে ‘ইন্ট্রা ডিপার্টমেন্ট গেইমমেনিয়া (সিজন–১)’ শীর্ষক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা গত ১৩ সেপ্টেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই প্রতিযোগিতায় রয়েছে টেবিল টেনিস, দাবা, ক্যারাম, রুবিক’স কিউব, লুডু, চেস বোর্ড ও ই–স্পোর্টসের আয়োজন। ই–স্পোর্টসের মধ্যে রয়েছে পিইএস, পিইউবিজি ও এফআইএফএ। পাশাপাশি শর্ট পিচ ক্রিকেট–এর আয়োজনও রয়েছে। এই ক্রিকেট টুর্নামেন্টে বিভাগের ১২টি টিম অংশ নিচ্ছে।
সব ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটিং ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর সুলতানা রাজিয়া চৌধুরী, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর ড. আহসান উদ্দিন, এইচআরএম ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর রহিমা বেগম, ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর তাসনিম সুলতানা, বিজনেস স্পোর্টস ক্লাবের কনভেনার স্টিভ অস্কার ডি’ রোজারিও, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ রকিবুল হোসেন এবং বিভাগের অন্যান্য শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।