প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ইন্টার–সেমিস্টার স্পোর্টস টুর্নামেন্ট গতকাল ২৪ আগস্ট সম্পন্ন হয়েছে। গত ২০ আগস্ট টুর্নামেন্টের প্রথম দিনে ইংরেজি বিভাগের ছাত্রীদের মধ্যে লুডু, ক্যারাম ও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়। লুডু খেলায় ১ম হন ৫ম সেমিস্টারের ছাত্রী বর্ষা শীল, ২য় হন ২য় সেমিস্টারের ছাত্রী ফাল্গুনী আচার্য্য। ক্যারাম খেলায় চ্যাম্পিয়ন হন ১ম সেমিস্টারের ছাত্রী দীপা চৌধুরী, রানার আপ হন ৫ম সেমিস্টারের ছাত্রী মেহেরুন নেছা। মিউজিক্যাল চেয়ার খেলায় চ্যাম্পিয়ন হন ২য় সেমিস্টারের ছাত্রী আয়েশা বিনতে জেরিন, রানার আপ হন ১ম সেমিস্টারের ছাত্রী সামিরা আকতার। ২১ আগস্ট দ্বিতীয় দিনে ফরচুন স্পোর্টস এরেনায় ছাত্রদের ফুটবল খেলা ও ছাত্রীদের পেনাল্টি কিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় গ্রুপ পর্বে ছাত্রদের ৮টি টিম অংশ নেয়, খেলা হয় ১২টি। এরপর সেমিফাইনালে ৪টি টিম কোরাম–৪০, উইজডম ওয়ারিয়র্স–৪২, সিন্ডিকেট–৪১ ও ডেল ডমিনেটরস–৪৫ অংশ নেয়। ফাইনালে সিন্ডিকেট–৪১ টিম চ্যাম্পিয়ন হয় এবং কোরাম–৪০ রানার আপ হয়। ফুটবলে সর্বোচ্চ গোলদাতা সিন্ডিকেট–৪১ টিমের বাবু, প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট কোরাম–৪০ টিমের তাহসিন, সেরা গোলরক্ষক সিন্ডিকেট–৪১ টিমের নয়ন। ছাত্রীদের পেনাল্টি কিক প্রতিযোগিতায় ১ম সেমিস্টারের ছাত্রী সুমাইয়া রহিম চ্যাম্পিয়ন হন এবং ৪র্থ সেমিস্টারের ছাত্রী শাকিলা জান্নাত রানার আপ হন। গতকাল ২৪ আগস্ট সকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দীন, ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের এডভাইজার ড. আবদুর রহিম, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, গাজী শাহাদাত হোসেন, রুমানা চৌধুরী, স্পোর্টস কোঅর্ডিনেটর সুমিত চৌধুরী, সহকারী অধ্যাপক ফাউজুল কবির, সারাহ ঈশিতা, সৈয়দা সালমা আকতার এবং অন্যান্য শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।