প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ব্যাটল অব চ্যাম্পিয়নস’র পুরস্কার বিতরণ

| শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের আয়োজনে ‘ব্যাটল অব চ্যাম্পিয়নস ২০২৫’এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৩ আগস্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও বিজ্ঞান অনুষদের সহকারী ডিন মোহাম্মদ ইফতেখার মনির। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী। উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ হাসান এবং ইইই বিভাগের প্রভাষক ও রাহুল চৌধুরী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ৮ম সেমিস্টারের শিক্ষার্থী মিনহাজ উদ্দিন হাচ্ছান ও রাকিবুল হক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। ‘ব্যাটল অব চ্যাম্পিয়নস ২০২৫’ প্রতিযোগিতায় ইস্পোর্টস বিভাগে ইফুটবলের চ্যাম্পিয়ন হন ৪৫তম ব্যাচের মোহাম্মদ রাকিবুল হাসান। ফ্রি ফায়ারে দলগত চ্যাম্পিয়ন হয় ৪৬তম ব্যাচ এবং পাবজিতে দলগত চ্যাম্পিয়ন হয় ৪০তম ব্যাচ। ইনডোর গেমসে লুডুতে দলগতভাবে চ্যাম্পিয়ন হন ৪৪তম ব্যাচের নাফিসা তাবাস্‌সুম ও স্বস্তি বড়ুয়া। ক্যারমে দলগতভাবে চ্যাম্পিয়ন হন ৪৪তম ব্যাচের আদিত্য মজুমদার ও মো. সাইফুল ইসলাম, দাবায় চ্যাম্পিয়ন হন ৪০তম ব্যাচের আদনান কামাল চৌধুরী, চেয়ার গেমে চ্যাম্পিয়ন হন ৪১তম ব্যাচের আয়েশা সুলতানা তোফা, কিকঅফে চ্যাম্পিয়ন হন ৪৪তম ব্যাচের আফরা আনান এবং রুবিকস কিউবে চ্যাম্পিয়ন হন ৪৩তম ব্যাচের মো. আব্দুল্লাহ। আউটডোর ফুটবলে চ্যাম্পিয়ন হয় ৪৪তম ব্যাচ, রানারআপ হয় ৪১তম ব্যাচ ও তৃতীয় স্থান অর্জন করে ৪৫তম ব্যাচ। সর্বাধিক গোলদাতা হন ৪৬তম ব্যাচের ইমতিয়াজ হাসান, সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৪১তম ব্যাচের অন্তু দাস এবং সেরা গোলরক্ষক হন ৪৫তম ব্যাচের কাজী ইসমাইল সাহবি ইরফাত। শিক্ষক বিভাগের প্রতিযোগিতায় কিকঅফে চ্যাম্পিয়ন হন সহকারী অধ্যাপক আসমা জোশিতা তৃষা। লুডুতে চ্যাম্পিয়ন হন সহযোগী অধ্যাপক ফারহানা শিরিন চৌধুরী। দাবায় চ্যাম্পিয়ন হন প্রভাষক অভিষেক দাস, ক্যারমে দলগতভাবে চ্যাম্পিয়ন হন প্রভাষক মোহাম্মদ রেজাউর রহমান চৌধুরী ও উপসহকারী প্রকৌশলী মো. অহিদুল ইসলাম এবং ফিফা (পিসি)-তে চ্যাম্পিয়ন হন প্রভাষক মুহাম্মদ নিয়ামুল হক। সকল ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে অতিথিবৃন্দ সার্টিফিকেট ও পদক তুলে দেন। সর্বাধিক পুরস্কার অর্জনের জন্য ৪৪তম ব্যাচকে সেরা ব্যাচ হিসেবে ঘোষণা করা হয়, আর অংশগ্রহণের ভিত্তিতে ‘ফেয়ার প্লে’ পুরস্কার পায় ৪১তম ব্যাচ। ফুটবলের চ্যাম্পিয়ন, রানারআপ, তৃতীয় স্থান ও ব্যাচ সেরাদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ফারহানা শিরিন চৌধুরী, কিংশুক ধর, তন্বী ধুম, নুসরাত জাহান শিরিন, ধ্রুবজ্যোতি দাশ, কাজী মো. আবরার ইয়াছির, নূরতাজ রেজোয়ানা, মাহমুদুল হাসান, মো. তামিম হোসেন, নাদিম বিন হোসেন, রওশন আখতার এবং ইশতিয়াক আহমেদ সাজিদ। পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন প্রভাষক রেজাউর রহমান চৌধুরী ও মাহমুদুল হাসান। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করেন শিক্ষার্থী সায়েমুল হক, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, তন্ময় তাহসিন, মোস্তফা ওয়াসিফ, আহমেদ রেজা রাহিম, মেহেদি হাসান ও ইফতেখার মুহাম্মাদ সাইফউদ্দিন চৌধুরী। আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্মারক গ্রহণ করেন বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধমেয়র কাপ অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে ব্রাদার্স একাডেমির জয়লাভ
পরবর্তী নিবন্ধচিটাগং কিংসের কাছে প্রায় ৪৬ কোটি টাকা দাবি বিসিবির