প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইন ভবনে অর্থনীতি বিভাগে ‘দি ইম্পরট্যান্স অফ ইকোনমিক রিসার্চ এন্ড ইটস ভেরিয়াস এপ্রোচ’ শীর্ষক এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ২৮ অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অনুষদের সহকারীর ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। কীনোট স্পীকার ছিলেন ইউনিভার্সিটি অব ঢাকার ইন্সটিটিউট অফ হেলথ ইকনমিঙের প্রফেসর নাহিদ আক্তার জাহান। কর্মশালায় গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রস্তুতকরণ সংক্রান্ত বিভিন্ন মডেল বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে অর্থনীতি বিভাগের কো–অর্ডিনেটর বদরুল হাসান আওয়াল, সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ, সহকারী অধ্যাপক ড. অর্পিতা দত্ত, সহকারী অধ্যাপক উম্মে সালমা, সহকারী অধ্যাপক ফারিয়া হোসেন বর্ষা, সহকারী অধ্যাপক সুদীপ দে এবং প্রভাষক ইফতেখার মিয়া উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।