প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইউনিভার্সিটির উদ্যোগে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং এই অভ্যুত্থানে শহীদ ও সংগ্রামীদের স্মরণে ‘জুলাই স্মরণ’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার বিকেল সাড়ে ৩টায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে একটি অমর অধ্যায়। এটি কেবল একটি রাজনৈতিক আন্দোলন ছিল না; বরং এ আন্দোলন আমাদের তরুণ সমাজের সাহস, আদর্শ এবং ন্যায়ের জন্য আত্মত্যাগের অনন্য নিদর্শন। তিনি এই গণঅভ্যুত্থানের কারণ হিসেবে উন্নয়নের খোলসের পেছনে সম্পূর্ণটা জুড়ে বাকস্বাধীনতা, ভোটাধিকার ও ধর্মীয় স্বাধীনতা হরণকে বুঝিয়েছেন।
প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান সৈয়দ মিনহাজ হোসাইন ও স্থাপত্য বিভাগের চেয়ারম্যান হোসেন মুরাদ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, রেজিস্ট্রার ও বিজ্ঞান অনুষদের সহকারী ডিন মোহাম্মদ ইফতেখার মনির, আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী অধ্যাপক জিনাত শাহানার সঞ্চালনায় অনুষ্ঠানে জুলাই স্মরণে ‘জুলাই বিষাদসিন্ধু’সহ কয়েকটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।