প্রিমিয়ার ইউনিভার্সিটি আইন বিভাগের আন্তঃ ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি ল ক্লাবের উদ্যোগে ইউনিভার্সিটির আইন বিভাগের ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী চান্দগাঁও ফরচুন স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আইন বিভাগের এলএলবি (অনার্স) প্রোগ্রামের ১২টি ব্যাচ অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে ১২টি ব্যাচকে ৪টি গ্রুপে ভাগ করা হয়। প্রতিটি গ্রুপে ৩টি করে ব্যাচ ছিল। গ্রুপ পর্বে মোট ১২টি খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৮টি ব্যাচ কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। পরবর্তীতে দুটি সেমিফাইনাল খেলা শেষে ৪৯তম ব্যাচ ও ৫১তম ব্যাচ ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনালে ৪৯তম ব্যাচ ১০ গোলে ৫১তম ব্যাচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর রানার আপ হয় ৫১ তম ব্যাচ। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্টার মোহাম্মদ ইফতেখার মনির ও প্রিমিয়ার ইউনিভার্সিটি ল অ্যালামনাই এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও প্রশাসনিক ট্রাইব্যুনাল চট্টগ্রামের স্পেশাল পিপি রেজাউল করিম রণি। টুর্নামেন্টের আহ্বায়ক ও আইন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, ক্রীড়া শুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও প্রয়োজন। মানুষকে নীরোগ ও প্রাণোচ্ছল রাখতে ক্রীড়া চমৎকার ভূমিকা রাখে।

শিক্ষার ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস হিসেবেও ক্রীড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং প্রিমিয়ার ইউনিভার্সিটি ল ক্লাবের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্ট একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি চাই এই টুর্নামেন্টের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। তাতে আমার সহযোগিতা সবসময় থাকবে। আমি বিশ্বাস করি এ ধরনের টুর্নামেন্ট আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতার বন্ধন সৃদৃঢ় করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, প্রক্টর মো. সোলাইমান চৌধুরী, আইন বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ রাজীব চৌধুরী, হিল্লোল সাহা, সহকারী অধ্যাপক ফরিদুদ্দিন নোমান ও শিক্ষার্থীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধইয়ামালের ১০ নম্বর জার্সি বিক্রি করে ২৪ ঘণ্টায় বার্সার আয় ১২০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজের এমন পারফরম্যান্স এখনো মানতে পারছেননা ক্লাইভ লয়েড