প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের উদ্যোগে ও আইকিউএসির সহযোগিতায় ম্যাথমেটিক্যাল বায়োলজি বিষয়ে এক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। বিভাগের শিক্ষক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইফতেখার মনির। ‘ওভারভিউ অন এনথ্রোপোমেট্রিক টুলস্ টু ম্যাজার ওভারওয়েট এন্ড ওবেসিটি’ শীর্ষক এই সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. হারাধন কুমার মহাজন। মূল বক্তব্যে তিনি দৈহিক স্থ্থূলতা, এর সাথে সম্পর্কিত বিভিন্ন রোগ এবং দৈহিক স্থূলতা পরিমাপের কয়েকটি গাণিতিক নিয়ম সম্পর্কে বিশদভাবে ধারণা দেন। উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক সুমাইয়া ইয়াসমিন, মামুন–অর–রশিদ এবং বিভাগের শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।