প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের উদ্যোগে সমপ্রতি SPSS Fundamentals: Essential Skills for Data Analysis শীর্ষক এক কর্মশালা আয়োজিত হয়। এই আয়োজনে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ দে এই কর্মশালা পরিচালনা করেন। এই কর্মশালায় Data entry and coding (Primary data & Time series data), Descriptive statistics & Frequency distribution :(Mean, Range, maximum, minimum value, standard error, standard deviation, variance, mode, skewness, kurtosis), Bar charts, Line graphs, Pie charts, Histogram, Scatter plot, Correlation analysis (Pearson and Spearman for one tail& two tail tests), Regression analysis (Multiple regression analysis, Anova table, t values, R square..), Multicollinearity ( with VIF) Ges normality test G SPSS -এর ব্যবহার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভাগের সকল শিক্ষক এবং ছাত্রছাত্রী এই কর্মশালায় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।