প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন শীর্ষক প্রদর্শনী

| মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘ম্যানেজারিয়েল অ্যাকাউন্টিংএ প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল ২৯ মে দুপুর ১২টায় আয়োজিত এই প্রদর্শনী উদ্বোধন করেন ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাডজাঙ্কট ডিন প্রফেসর একেএম তফজল হক। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক অমল ভূষণ নাগ, ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন অধ্যাপক এম. মঈনুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস, সহকারী অধ্যাপক জুলিয়া পারভিন, সহকারী অধ্যাপক সুলতানা রাজিয়া চৌধুরী, সহকারী অধ্যাপক আফসানা ইয়াসমিন, সহকারী অধ্যাপক স্টিভ অস্কার ডি রোজারিও, সহকারী অধ্যাপক মো. আহসান উদ্দিন, সহকারী অধ্যাপক শফায়তুন নাহার, সহকারী অধ্যাপক এ.কে.এম. নাসিম উদ্দিন, প্রভাষক সুমনা পোদ্দার, প্রভাষক নাঈমা নাজনিন চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে অ্যাডজাঙ্কট ডিন প্রফেসর একেএম তফজল হক বলেন, ম্যানেজারিয়েল অ্যাকাউন্টিং বিভিন্ন আর্থিক তথ্য প্রদানের মাধ্যমে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধিতে এর কার্যকর ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠানসমূহ ম্যানেজারিয়েল অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন কৌশল অবলম্বন করে ভালো মুনাফা অর্জন করতে পারে। কৌশলগুলো কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোকে খরচ কমাতে সচেতন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বনেতাদের অভিনন্দনে ভাসছেন এরদোয়ান
পরবর্তী নিবন্ধসিটি গেটে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার