প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে শৃঙ্খলা কমিটির সভা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শৃঙ্খলা কমিটির সভাপতি বোরহানুল হাসান চৌধুরী। সভায় শৃঙ্খলা কমিটির সদস্য প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ব্যবসা–শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম. মঈনুল হক, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, রেজিস্ট্রার খুরশিদুর রহমান এবং সদস্য সচিব প্রক্টর আহমদ রাজীব চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় ইতিপূর্বে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। কর্মকর্তা–কর্মচারীদের আচরণ–বিধিসহ জবাবদিহিতামূলক কাঠামো তৈরি প্রসঙ্গে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











