প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) বির্তাকিক ও মডারেটরবৃন্দ গত ৩ জানুয়ারি বেলা ৩টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন।
পিইউডিএস ২০২২ সালে ৫টি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উন্নীত হয়। এই বিতর্ক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অফ ডিবেট কর্তৃক আয়োজিত ‘CUSD Regional Debate Championship-2022’ প্রতিযোগিতায় এবং ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় বির্তক প্রতিযোগিতা-২০২২’-এ রানার্সআপ হয়।
এই বিতর্ক সংগঠনের সাধারণ সম্পাদক ‘ইউএসটিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ ও ‘শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২২’- এ সেরা বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করে। এ সময় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন পিইউডিএস’র ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় রেজিস্ট্রার খুরশিদুর রহমান, পিইউডিএস’র চিফ মডারেটর জুলিয়া পারভীন, মডারেটর সঞ্জয় বিশ্বাস, মডারেটর হিল্লোল সাহা, মডারেটর সাইফুদ্দিন মুন্না, মডারেটর তানিয়া মাহমুদা তিন্নি, পিইউডিএস সভাপতি ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক মেহেদী রহমান নিকাশ ও অন্যান্য বিতার্কিকরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।