প্রিমিয়ার ইউনিভার্সিটিতে চালু হচ্ছে ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার

| বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আমেরিকার বিখ্যাত লিংকন ইলেক্ট্রিক কোম্পানির প্রতিষ্ঠান গ্লোবাল এডুকেশনের যৌথ উদ্যোগে চালু হচ্ছে ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার। প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রবর্তক মোড়স্থ ভবনে ট্রেনিং সেন্টারটি পরিচালিত হবে। গত সোমবার গ্লোবাল এডুকেশনের প্রতিনিধি দল ভবনের চতুর্থ তলায় ট্রেনিং সেন্টারটি পরিচালনা করার জন্য নির্মিত অবকাঠামো পরিদর্শন করেছেন।
প্রতিনিধি দলের মধ্যে ছিলেন গ্লোবাল এডুকেশনের ডিরেক্টর জেসন স্কেলস, বিজনেস ডেভেলপমেন্টের ডরোথি এ. স্মিড, এক্সপোর্ট সেলসের ডেভিড গ্রুবার, লিংকন ইলেক্ট্রিক কোম্পানি (ইন্ডিয়া)-র সেলস এন্ড মার্কেটিং (ইস্ট এন্ড বাংলাদেশ)-এর সিনিয়র ম্যানেজার কানু মিশ্র এবং এজেডএন কর্পোরেশনের সিইও আবু জহুর নিজাম।
উপস্থিত ছিলেন প্রফেসর একেএম তফজল হক, প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, চিফ ইঞ্জিনিয়ার মো. আবু তাহের এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিঙ ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক প্রমুখ। প্রতিনিধি দল ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারটি পরিচালনা করার জন্য নির্মিত অবকাঠামো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি সাংবাদিক পরিষদ চট্টগ্রামের বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধকলাকেন্দ্রের মতবিনিময় সভা