প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইইই বিভাগে সেমিনার

| মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

সমপ্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বাংলাদেশ বিল্ডিং কোড সম্পর্কে শিক্ষার্থীদের জানানোর লক্ষ্যে ‘এ রোড ম্যাপ টু সাসটেইনেবল ডিজাইন এসপার বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড’ শীর্ষক এক সেমিনার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্নার সভাপতিত্বে এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার স্তাবক দাশ, সিনিয়র ইলেকট্রিক্যাল সেফটি ইঞ্জিনিয়ার, আরএমজি সাসটেইনেবেলিটি কাউন্সিল বাংলাদেশ। প্যানেল বক্তা ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক একরামুল হক, সহকারী অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক ইঞ্জিনিয়ার স্তাবক দাশ তাঁর বক্তব্যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০০৬ ও ২০২০-এর গুরুত্ব শিক্ষার্থীদের নিকট তুলে ধরেন। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের প্রয়োজনীয় সিম্বল এবং লোড ইস্টিমেশন নিয়ে শিক্ষার্থীদের প্রতি আলোকপাত করেন। এছাড়া সাবস্টেশন সংক্রান্ত নিয়মাবলী বিশেষত ট্রান্সফরমার ও জেনারেটর রুমের জন্যে প্রয়োজনীয় বিধানসমূহ এবং ড্রাই টাইপ ও অয়েল টাইপ ট্রান্সফরমারের ব্যবহার, সাবস্টেশন রুমের ভেন্টিলেশন, আর্থ কন্টিনিউটি কন্ডাক্টরের প্রয়োজনীয়তা এবং মোটরের প্রটেকশন নিয়ে আলোচনা করেন।

সেমিনারের সভাপতি সাইফুদ্দিন মুন্না তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের চাকরি জীবনের প্রথম দিন থেকেই ডিজাইন ও ইস্টিমেশনের ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০০৬ ও ২০২০ জানা খুবই গুরুত্বপূর্ণ। তিনি এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল দক্ষতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। সেমিনার শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সরিৎ ধর, প্রভাষক আসিফ মোহাম্মদ সিদ্দিকী ও প্রভাষক সৌমেন দত্ত।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিশুকন্যা ধর্ষণে অভিযুক্ত বাগেরহাট থেকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলিও ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটির কমিটি