প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আলিয়ঁস ফ্রঁসেজ–চট্টগ্রামের এক মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আলিয়ঁস ফ্রঁসেজ–চট্টগ্রামের পার্টনারশিপ ও ভবিষ্যত পরিকল্পনা এবং ফ্রান্সে উচ্চশিক্ষার ব্যাপারে বিশদ আলোচনা করা হয়। ইংরেজি বিভাগের কারিকুলামে অন্তর্ভুক্ত ফরাসি ভাষা কোর্সটির এক ধাপ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সম্পন্ন করার পর ৬ মাসের আরেকটি ইনটেন্সিভ কোর্স আলিয়ঁস ফ্রঁসেজ–চট্টগ্রামে সম্পন্ন করলে সেই ছাত্র–ছাত্রীদেরকে পরীক্ষা শেষে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়ার ব্যাপারেও আলোচনা করা হয়। এর ফলে ফ্রান্সে উচ্চশিক্ষার ক্ষেত্রে এসব ছাত্র–ছাত্রীরা অনেক সুবিধা পাবে। আলিয়ঁস ফ্রঁসেজ–চট্টগ্রামের সঙ্গে এমওইউ নবায়নের ব্যাপারেও আলাপ করা হয়। সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান এবং আলিয়ঁস ফ্রঁসেজ–চট্টগ্রামের পক্ষ থেকে ডিরেক্টর ড. সেলভাম থরেজ, ডেপুটি ডিরেক্টর ড. গুরুপদ চক্রবর্তী ও পলাশ চক্রবর্তী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।