প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. অনুপম সেন। একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, প্রফেসর অমল ভূষণ নাগ, প্রফেসর ড. মোহীত উল আলম, প্রফেসর ড. তৌফিক সাঈদ, প্রফেসর সোহেল এম. শাকুর এবং প্রফেসর এস. এম. মনিরুল হাসান। আরও উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান এবং সদস্য প্রিমিয়ার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এম. মঈনুল হক, সহযোগী অধ্যাপক ইফতেখার মনির, সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক, সহযোগী অধ্যাপক তানজিনা আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক ফারজানা ইয়াসমিন চৌধুরী ও সহযোগী অধ্যাপক সাদাত জামান খান। বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেমন্ড আরেং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম।
একাডেমিক কাউন্সিলের এই সভায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে ভবিষ্যত একাডেমিক পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিগত একাডেমিক কাউন্সিলের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। ০১ ডিসেম্বর ২০২১ থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত প্রকাশিত বিভিন্ন বিভাগের ফলাফল উপস্থাপন ও অনুমোদন করা হয়। আউটকাম বেইসড এডুকেশন টেমপ্লেট অনুযায়ী প্রতিটি একাডেমিক প্রোগ্রামের পাঠক্রমের অগ্রগতি প্রসঙ্গে আলোচনা করা হয়। সম্প্রতি চালু হওয়া চীনা (মান্দারিন) ও জাপানি ভাষা শিক্ষা কোর্স এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির সার্বিক একাডেমিক কার্যক্রম বিষয়ে আলোকপাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











