প্রিমিয়ার ইউনিভার্সিটি আইন বিভাগের বিতর্ক প্রতিযোগিতা

| সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৭:১৩ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি আইন বিভাগের বিতর্ক সংগঠন ডিবেট ক্লাব অব ল (ডিসিএল)এর উদ্যোগে আন্তঃবিভাগ আইন বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সহযোগিতায় এবং আইন বিভাগের শিক্ষক সঞ্জয় বিশ্বাস, হিল্লোল সাহা ও জাবেদ আরাফাতের সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতায় ৫০ জন বিতার্কিক একক বিতর্কে অংশ নেন। গত শনিবার, আইন বিভাগে এই প্রতিযোগিতার ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বাংলা পর্বের বিষয় ছিল ‘শক্তিশালী ভোক্তা অধিকার সুরক্ষা আইনই পারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে’ এবং ইংরেজি পর্বের বিষয় ছিল ‘রিসেন্টলি ইনেকটেড সাইবার লস হেভ সিকিউরড এডেকুয়েট সাইবার সিকিউরিটি ইন বাংলাদেশ’। বাংলা বিতর্কে আমির আবদুল্লাহ, আসিফ উদ্দিন, প্রমা রায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। ইংরেজি বিতর্কে আসিফ উদ্দিন, নাসিমা আক্তার, সামুরা ইসলাম আনসারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। আইন বিভাগের বিভিন্ন ব্যাচের ৬ জন প্রতিশ্রুতিশীল নবীন বিতার্কিককে ‘ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট’ ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন বিভাগের চেয়ারপারসন তানজিনা আলম চৌধুরী। অতিথি ছিলেন প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী, আইন বিভাগের শিক্ষক অনুপ কুমার বিশ্বাস, হুমায়রা নওশিন উর্মি, ফাহমিদা কাদের, ফরিদ উদ্দিন আহমেদ, ইয়াসমিন ফারজানা, মাহবুবা সুলতানা ও তাহমিনা সানজিদা সাহীদ প্রমুখ। শিক্ষক সঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তানজিনা আলম চৌধুরী বলেন, করোনা মহামারী পরবর্তী সময়ে আইনের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে বিতর্কের মত সহশিক্ষা কার্যক্রমগুলোতে শিক্ষার্থীদের আরো বেশি অংশগ্রহণ করা উচিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমির্জাপুর প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভা
পরবর্তী নিবন্ধসনাতন সংগঠনের সাংগঠনিক মিলনমেলা