প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের উদ্যোগে সম্প্রতি ‘এস ই আই আর মডেল অব কোভিড-১৯ প্যানডেমিক’ শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক ড. হারাধন কুমার মহাজন। এতে কোভিড-১৯ এর উৎপত্তি, বিস্তার, নামকরণ, উপসর্গ, ধরন, ইতিহাস, ভাইরাসের গঠন, সহায়ক চিকিৎসা, অর্থনৈতিক প্রতিক্রিয়া ইত্যাদি নিয়ে আলোচনা করেন তিনি । তিনি অন্তরক-সমীকরণ, প্রবাহচিত্র, জ্যাকোবি ম্যাট্রিঙ এবং লিয়াপুনাভ ফাংশন প্রয়োগ করে কোভিড-১৯-এর সাম্যাবস্থা ও মৌলিক জনন সংখ্যা নির্ণয় পদ্ধতি নিয়েও আলোচনা করেন। সহকারী অধ্যাপক শাহরীনা আকতারের সভাপতিত্বে সেমিনারে বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. হারাধন কুমার মহাজন। প্রেস বিজ্ঞপ্তি।