প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর : অর্থনৈতিক অর্জন ও অগ্রগতি’ শীর্ষক ওয়েবিনার গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল হোসাইন। বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের শোষণ থেকে বাংলার ও বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য ছয় দফা ঘোষণা করেছিলেন। তিনি ১৯৭২ সালে ১০ মাসের মধ্যে একটি সংবিধান দিয়েছিলেন। এছাড়া প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ ও তার বাস্তবায়ন শুরু করে খুবই দ্রুত এদেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করেছিলেন। সভাপতি ফারজানা ইয়াসমিন চৌধুরী তাঁর বক্তব্যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বর্তমান স্থিতিশীল সরকার এবং দৃঢ় নেতৃত্বের ভূমিকা তুলে ধরেন। ওয়েবিনারে প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।উল্লেখ্য, ওয়েবিনারের শুরুতে ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর : অর্থনৈতিক অর্জন ও অগ্রগতি’ বিষয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।