প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীকে কোভিড টিকার দ্বিতীয় ডোজ প্রদান কর্মসূচি গতকাল ২২ জানুয়ারি শুরু হয়েছে। ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের অ্যাডভাইজার ডা. সেলিম আকতার চৌধুরীর সহযোগিতায় দু’দিন ব্যাপী এই কর্মসূচি আজ ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে। আজ সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে। শিক্ষার্থীরা ইতিপূর্বে ২২ এবং ২৩ নভেম্বর ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন। কর্মসূচির উদ্বোধন করেন পাবলিক হেলথ বিভাগের অ্যাডভাইজার ডা. সেলিম আকতার চৌধুরী। উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, চসিক জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী, ইপিআই টেকনিশিয়ান মৃণাল দাশ ও স্বাস্থ্যসহকারীবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, সারা বিশ্বকে শঙ্কায় ফেলে দেওয়া করোনার নতুন ধরন ওমিক্রন আমাদের দেশে ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে করোনার যেকোনো সম্ভাব্য ঊর্ধ্বগতি মোকাবেলায় সরকারের টিকাদান কার্যক্রম ত্বরান্বিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।