প্রিমিয়ার ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী ‘সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল–২০২৬’–এর পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গত ২১ জানুয়ারি দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির ও প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপদের মধ্যে পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয়। শিক্ষার্থীরা লুডু, ক্যারম, দাবা, ডার্ট বোর্ড, ফুটবল, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন–এই সাতটি ইভেন্টে অংশগ্রহণ করেন। শিক্ষক–শিক্ষিকা ও কর্মকর্তা–কর্মচারীরা লুডু, ক্যারম, দাবা, ডার্ট বোর্ড, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন–এই ছয়টি ইভেন্টে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভলান্টিয়ারদের অংশগ্রহণমূলক সনদ দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্ট্রাল স্পোর্টস কমিটির সদস্য আইন বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়রা নওশিন উর্মি ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, সহযোগী ডিন ও সহকারী ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান–কো–অর্ডিনেটরবৃন্দ, শিক্ষক–শিক্ষিকা–কর্মকর্তা–কর্মচারী ও শিক্ষার্থীরা। প্রিমিয়ার ইউনিভার্সিটি সেন্ট্রাল স্পোর্টস কমিটির সদস্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসনিম উদ্দিন চৌধুরী, অর্থনীতি বিভাগের কো–অর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক স্টিভ অস্কার ডি রোজারিও, স্থাপত্য বিভাগের প্রভাষক শেখ মাহফুজ আলম, ইইই বিভাগের প্রভাষক সৌমেন দত্ত, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের কো–অর্ডিনেটর আবদুল্লাহ আল মোজাহিদ, সিএসই বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের প্রভাষক এস. এম. তৌসিফ ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের কাউন্সেলর ফাইজা চৌধুরী।












