প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ব্যবসায় প্রশাসন বিভাগে বিবিএ প্রোগ্রামের স্প্রিং–২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৯ জানুয়ারি সকাল ১০:০০টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষায় তিনশতাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষাটির মূল্যায়ন কোড ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, আমাদের উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা যাচাই করা নয়, বরং তাদের যোগ্যতা, দক্ষতা ও ভবিষ্যৎ সম্ভাবনা মূল্যায়ন করা। আজকের পরীক্ষাটি শিক্ষার্থীদের জন্য একটি প্রতিযোগিতামূলক কিন্তু পরিবেশবান্ধব প্ল্যাটফর্ম প্রদান করেছে। আমাদের লক্ষ্য, শিক্ষার্থীদের এমন একটি শিক্ষার পরিবেশ প্রদান করা, যেখানে তারা তাদের প্রতিভা এবং মেধা অনুশীলন করতে পারে এবং পরবর্তী স্তরে প্রবেশের জন্য প্রস্তুত হতে পারে।
পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক, মার্কেটিং ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর সহযোগী অধ্যাপক সুলতানা রাজিয়া চৌধুরী, ফিন্যান্স ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর সহযোগী অধ্যাপক রাজীব দত্ত, ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর সহযোগী অধ্যাপক তাসনিম সুলতানা, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মো. আহসান উদ্দিন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর সহকারী অধ্যাপক রহিমা বেগম ও সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক–শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











