প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিয়া আখতার সম্প্রতি ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার পুত্রা বিজনেস স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার শিরোনাম ছিল ‘ইনফ্লুয়েন্স অব মাইন্ডফুলনেস অ্যান্ড হিউম্যান–নেচার কানেক্টেডনেস অন দ্য গ্রিন পারচেজ ইনটেনশন অব ব্যাংক কাস্টমারস ইন বাংলাদেশ’। প্রফেসর ড. হুয়াম হন ট্যাট–এর তত্ত্বাবধানে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
গত ১৪ জানুয়ারি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির সাদিয়া আখতারের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির ও ডেপুটি রেজিস্ট্রার নাসরিন আকতার। প্রেস বিজ্ঞপ্তি।







