প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিদর্শনে জাপানের প্রতিনিধি দল

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:৩৩ অপরাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে জাপানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ৮ জানুয়ারি এই সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দলটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক ও প্রশাসনিক পর্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

জাপানের সংসদ সদস্য তেতসুয়া কামেই ও শিক্ষক শিনো ইয়োকোৎসুকার নেতৃত্বে আগত প্রতিনিধি দলে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এনজিও কর্মী এবং সমাজকর্মীরা অন্তর্ভুক্ত ছিলেন। এ সময় প্রিমিয়ার ইউনিভার্সিটি ও জাপানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টুডেন্ট এক্সচেঞ্জ, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ এবং জাপানে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। প্রতিনিধি দলটি প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক পরিবেশ, অবকাঠামো ও শিক্ষাকার্যক্রম ঘুরে দেখেন এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতামূলক উদ্যোগে আগ্রহ প্রকাশ করেন। এ সময় উপাচার্যের সাথে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআসকারদিঘির পাড়ে গভীর নলকূপ সংস্কার কাজের উদ্বোধন
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার রাজনৈতিক দর্শন কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রধান পাথেয়