প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেন্ট্রাল স্পোর্টস কার্নিভালের সমাপ্তি

| বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:১৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে দুদিনব্যাপী আয়োজিত সেন্ট্রাল স্পোর্টস কার্নিভাল গতকাল মঙ্গলবার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। কার্নিভালের দ্বিতীয় দিনে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষকশিক্ষিকাকর্মকর্তাকর্মচারীরা ছয়টি ইভেন্ট লুডু, ক্যারম, দাবা, ডার্ট বোর্ড, টেবিল টেনিস ও ব্যাডমিন্টনে অংশ নেন। শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতার সমাপনী ম্যাচগুলো পিএইচপি টার্ফে অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার ইউনিভার্সিটির সেন্ট্রাল স্পোর্টস কমিটির আয়োজনে ও ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কার্নিভালের দ্বিতীয় দিনের খেলাগুলো পরিদর্শন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। এসময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দিন, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান হোসেন মুরাদ ও পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইবরাহিম। দ্বিতীয় দিনের খেলাগুলোতে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসনিম উদ্দিন চৌধুরী, আইন বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়রা নওশিন উর্মি, অর্থনীতি বিভাগের কোঅর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক স্টিভ অস্কার ডি রোজারিও, গণিত বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস, স্থাপত্য বিভাগের প্রভাষক শেখ মাহফুজ আলম, ইইই বিভাগের প্রভাষক সৌমেন দত্ত, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের কোঅর্ডিনেটর আবদুল্লাহ আল মোজাহিদ, সিএসই বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান ও ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের প্রভাষক এস. এম. তৌসিফ।

পূর্ববর্তী নিবন্ধসিকদার বাড়ি কিশোর ও তরুণ সংঘের রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধভারতীয় বোর্ডের শীর্ষ কর্তাদের নির্দেশে আইপিএল থেকে বাদ মোস্তাফিজ