প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে বরণ ও বিদায়

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ২৭তম ব্যাচের বরণ এবং ১৪ ও ১৫তম ব্যাচের বিদায় উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২২ ডিসেম্বর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির ও প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান হোসেন মুরাদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বাংলাদেশে কোনো সিটি করপোরেশন পরিচালিত এটাই একমাত্র বিশ্ববিদ্যালয়। স্থাপত্য শুধু ভবন নির্মাণের বিদ্যা নয়, এটি সমাজ, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, এই বিশ্ববিদ্যালয় তোমাদের সৃজনশীলতা ও চিন্তাশক্তি বিকাশের একটি উন্মুক্ত ক্ষেত্র, এ সুযোগকে কাজে লাগাতে হবে নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে।

বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভাগসমূহের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আমরা চাই, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে নতুন নতুন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহকে এগিয়ে নিয়ে যেতে। শিক্ষার্থী সানজিদা আকতার প্রমি ও হুজায়রুল হক জিগারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থাপত্য বিভাগের শিক্ষকশিক্ষার্থীবৃন্দ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের সৃজনশীল কাজ নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি শীতকালীন হরেক রকমের পিঠার প্রদর্শনী অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে। দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে বার্ধক্য প্রবণতা ও স্বাস্থ্যসেবা চাহিদা নিয়ে সেমিনার
পরবর্তী নিবন্ধচবির ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন কাজের অগ্রগতি নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক