প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ১০৭ নম্বর মিলনায়তনে ১ ডিসেম্বর ইংরেজি বিভাগের মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. মোহীত উল আলম। বিশেষ আলোচক ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোলায়মান চৌধুরী ও প্রভাষক জয়নাব তাবাস্সুম সোনালী।
সহকারী অধ্যাপক সারাহ ইশিতার সঞ্চালনায় সেমিনারে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুমানা চৌধুরী তাঁর গবেষণাপত্র মেমোরি এস এ কনটেস্টিং এলিমেন্ট ইন ঈশিগুরু’স নোবেলস : দি রিমেইনস অফ দ্য ডে এন্ড হোয়েন উই ওয়াইয়ার অরফানস” এবং সহকারী অধ্যাপক শান্তনু দাশ তাঁর “রিডিফাইনিং দ্য আদার : সেঙুয়াল পলিটিঙ ইন ইসমত চুগতাই’স শর্ট স্টোরিস ‘দি মোল’ এন্ড ‘দি হোমমেকার’  শীর্ষক গবেষণাপত্র পাঠ করেন। প্রধান আলোচক প্রফেসর ড. মোহীত উল আলম গবেষণাপত্র দু’টির ওপর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করেন। তিনি তরুণ গবেষকদের সমকালীন ইংরেজি তথা বিশ্বসাহিত্যের বিভিন্ন লেখকদের লেখা পাঠ ও সেসব লেখা নিয়ে গবেষণা করার আহ্বান জানান। বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।
 
        
