ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন গত ১২ এপ্রিল প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক ও রেজিস্ট্রার খুরশিদুর রহমান প্রমুখ। ড. অনুপম সেন ইউনিভার্সিটির অনুষদ, বিভাগ ও কোর্সসমূহের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা, ক্রীড়া ও সংস্কৃতিচর্চার বিষয়ে আলোকপাত করেন।
সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নে ভারতীয় দূতাবাসের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।