প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

| সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে কনফিডেন্স সিমেন্ট প্রথম আলো জাগরণ উৎসব ২০২১ কর্তৃক ‘সবার উপরে মানুষ সত্য’ থিমের উপর আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে। ইতোপূর্বে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম পর্বে অংশগ্রহণকারী দশটি বিশ্ববিদ্যালয় দলের মধ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দল সর্বোচ্চ নম্বর পেয়ে চূড়ান্ত পর্বে উন্নীত হয়। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী পাঁচটি বিশ্ববিদ্যালয় দলের মধ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দল চ্যাম্পিয়ন হয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দল তাদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে বিচারক ও দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে। গতকাল রবিবার বিকেল ৩টায় চ্যাম্পিয়ন প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দল প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বোরহানুল হাসান চৌধুরী, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক ও রেজিস্ট্রার খুরশিদুর রহমানের হাতে বিজয়ের ক্রেস্ট তুলে দেন। জাগরণ উৎসবে ও চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রিমিয়ার ইউনিভার্সিটি সাংস্কৃতিক দলের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্যবসা প্রশাসন অনুষদের শিক্ষক জিনাত শাহানা। এছাড়া সাংস্কৃতিক দলের প্রস্তুতি ও রিহার্সালের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস, অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ফারজানা ইয়াসমিন চৌধুরী, প্রিমিয়ার আইন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস, ব্যবসা প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক নিলুফার সুলতানা, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারি অধ্যাপক মিনহাজ হোসাইন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না, ইংরেজি বিভাগের প্রভাষক জয়নাব তাবাসসুম বানু সোনালী, স্থাপত্য বিভাগের প্রভাষক আলি আকবর রাজন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান পৌরসভা পরিদর্শনে পরিবেশের অতিরিক্ত সচিব
পরবর্তী নিবন্ধনতুন পরিচয়ে অপূর্ব