প্রিমিয়ার ইউনিভার্সিটির ২০২১-২০২২ সালের বাজেট অনুমোদন

| মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অর্থ কমিটির সভাপতি হাসিনা মহিউদ্দিন। উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।সভায় ইউনিভার্সিটির অর্থ কমিটি কর্তৃক ২০২০-২০২১ সালের সংশোধিত বাজেট অনুমোদিত হয় এবং ২০২১-২০২২ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়। বাজেটে গবেষণার জন্য গত বছরের তুলনায় এই বছর বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়, যা শিক্ষক ও মেধাবি শিক্ষার্থীরা গবেষণার জন্য পাবেন। এছাড়াও বিশেষ বরাদ্দ রয়েছে বই ও আন্তর্জাতিক জার্নালসমূহ ক্রয় করার জন্য।
সভায় ট্রেজারার প্রফেসর এ. কে. এম তফজল হক, সাবেক এমপি সাবিহা মুসা, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম মঈনুল হক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার (অ্যাকাউন্টস) রাজিব কুমার বৈদ্য ও শিহাব উদ্দিন কবির। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভার সঙ্গে অর্থ কমিটির সদস্য হিসেবে সংযুক্ত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধথানচিতে বঙ্গবন্ধু পাঠাগারে দুই আ.লীগ নেতার বাসা!
পরবর্তী নিবন্ধউরকিরচরে ১০ টাকা কেজির চাল বিতরণ