প্রিমিয়ার হ্যান্ডবল লিগের ফাইনালে মোহামেডান ব্লুজ এবং ফ্রেন্ডস ক্লাব

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগে বিশাল জয় পেয়েছে বঙিরহাট ইয়ংম্যান্স ক্লাব এবং মোহামেডান ব্লুজ। তবে মোহামেডান ব্লুজ এবং ফ্রেন্ডস ক্লাব লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বঙিরহাট ইয়ংম্যানস্‌ ক্লাব ৬৪৪ গোলের বিশাল ব্যবধানে ও.পি.একে পরাজিত করে। দিনের আরেক ম্যাচে শিরোপা প্রত্যাশি মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ ২৩০ গোলের বিশাল ব্যবধানে সেবানিকেতনকে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে। এখনো কোন ম্যাচে হারেনি মোহামেডান ব্লুজ। দিনের অপর ম্যাচ গুলোতে মুক্ত বিহঙ্গ ১২৪ গোলে চট্টগ্রাম আবাহনী লি: (জুনিয়র) কে, ফ্রেন্ডস ক্লাব ৩৬১৮ গোলে বাকলিয়া একাদশকে এবং কাস্টমস্‌ স্পোর্টস ক্লাব তীব্র প্রতিদ্বন্দ্বীতার পর ৭৫ গোলে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে পরাজিত করে। এরই মধ্যে এই লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ এবং ফ্রেন্ডস ক্লাব। আজ বিকেল সাড়ে তিনটায় ফাইনালে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ এবং ফ্রেন্ডস ক্লাব। এদিকে সিজেকেএস প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে গতকাল তিনটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে বার্ডস স্পোর্টিং ক্লাব ৭৪ গোলে বাংলাদেশ রেলওয়ে এস.একে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে বি সি আই সি ক্রীড়া সংসদ ৫৪ গোলে নিমতলা লায়ন্স ক্লাবকে এবং দিনের শেষ ম্যাচে চ..ক ক্রীড়া সমিতি ৩০ গোলে নবীন মেলাকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরে আসতে পারেন মুশফিক
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের আম্পায়ার্স প্যানেলে প্রথম বাংলাদেশী সৈকত