প্রিমিয়ার সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের টেকসই উন্নয়নের উপর প্রশিক্ষণ

‘মাঠ পর্যায়ের গবেষণা কর্মক্ষেত্রে বাড়তি সুবিধা দেয়’

| সোমবার , ৬ জানুয়ারি, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের ফিল্ড স্টাডি কোর্সের অংশ হিসেবে এই বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)-এ সম্প্রতি ৫ দিনব্যাপী টেকসই উন্নয়নের উপর প্রশিক্ষণে অংশগ্রহণ করে। বিভাগের কোঅর্ডিনেটর ও কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী শিক্ষার্থীদের তত্ত্বাবধানে ছিলেন। বার্ডে যাত্রার প্রাক্কালে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহিত উল আলম এবং রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির শিক্ষার্থীদের শুভকামনা জানান।

এসময় প্রফেসর ড. মোহিত উল আলম বলেন, এই প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ের গবেষণা ভবিষ্যতে তাদের কর্মক্ষেত্রে বিশেষ মাত্রা যোগ করবে। রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির আশাবাদ ব্যক্ত করেন, প্রশিক্ষণ থেকে শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।

প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। তৃতীয় দিনে শিক্ষার্থীরা মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করে; চতুর্থ দিনে প্রতিবেদন উপস্থাপন করে। সমাপনী দিনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ সফলভাবে শেষ করার জন্য সার্টিফিকেট প্রদান করা হয়। সেদিন বিকেলে কুমিল্লার দর্শনীয় স্থান ভ্রমণ করে শিক্ষার্থীরা। উল্লেখ্য, ২৫ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী শিশুদের সহায়ক উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধ‘কোরআন-সুন্নাহর মর্মবাণী সর্বত্র ছড়িয়ে দিতে হবে’