প্রিমিয়ার লিগ থেকে নেমে গেল এক সময়ের দাপুটে কাস্টমস ক্লাব

কোয়ালিটির তৃতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ৬:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে এক সময়ের দাপুটে, চ্যাম্পিয়ন অফিস দল কাস্টমস স্পোর্টস ক্লাবের অবনমন হয়েছে। এবারের লিগে যেন অংশ না নিলেই নয় এমন ভেবে দলটি অংশ নিয়েছে। তাই কোনরকম জোড়াতালি দিয়েই গড়া হয় এই দলটি। সে দল গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের ৮ম খেলায় ১০ গোলে কোয়ালিটি স্পোর্টস ক্লাবের কাছে পরাজিত হয়েছে। লিগে এটি তাদের ৮ম খেলায় ৭ম পরাজয়। তারা একটি মাত্র খেলায় ড্র করেছিল মোহামেডান ব্লুজের সাথে। সে সূত্রে মাত্র ১টি পয়েন্ট লাভ করেছিল তারা। তাদের আর একটি মাত্র খেলা বাকি। সেই শেষ খেলায় জিতলেও অবনমন থেকে মুক্তি পাবে না দলটি। সর্বনিন্ম পয়েন্টধারী হিসেবে কাস্টমস প্রিমিয়ার লিগ থেকে নেমে যাবে। আগামী মৌসুমে তাদের খেলতে হবে প্রথম বিভাগে। উল্লেখ্য একসময় আসলাম,মুন্নাদের মতো জাতীয় তারকাদের নিয়ে দলগঠন করে চট্টগ্রাম ফুটবল লিগে দাপটের সাথে খেলতো ঐতিহ্যবাহী কাস্টমস ক্লাব। ২০১২ সালে তারা একবার প্রথম বিভাগে নেমে গেলেও ২০১৫ থেকে দলটি আবার প্রিমিয়ারে নিয়মিত খেলছে। দেশের রাজস্ব আদায়ের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্লাবটি গত কয়েক বছর ধরে ক্রীড়াবান্ধবহীন উর্ধ্বতন কর্মকর্তাদের হাতে পড়ায় যোগ্য পৃষ্ঠপোষকতার অভাবে তার ঐতিহ্য হারিয়েছে। জানা গেছে এবারও লিগে অংশগ্রহণ করার আগ্রহ ছিল না তাদের। অনেকটা দায়সারার মতো করে কাস্টমসের সাবেক কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তাদের আগ্রহে ফুটবল প্রশিক্ষক মহসিন আলী বাদশার মাধ্যমে এবার দল গঠন করা হয়। গতকাল খেলার ধারা অনুযায়ী প্রথমার্ধে বেশি আক্রমন শানিয়েছিল কোয়ালিটি। তারা কয়েকটি গোলের সুযোগ পেলেও তা মিস করে। ফলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া সম্ভাবনা হয়নি তাদের। পাশাপাশি কাস্টমস চমৎকার ডিফেন্স করে গোল বাঁচিয়েছে। দ্বিতীয়ার্ধে খেলার ৪৯ মিনিটের সময় এগিয়ে যায় কোয়ালিটি। একটি কর্নার থেকে গোলমুখে ভেসে আসা বলে দারুণভাবে মাথা ছুঁইয়ে তা জালে পৌঁছে দেন নিকশন চাকমা ()। এ গোলের পরও আরো কয়েকটি সুযোগ পায় কোয়ালিটি। ৫৬ মিনিটে রিয়াদ থেকে বল পেয়ে আরিফের শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ৭০ মিনিটে ফাঁকা বারে গোল করতে পারেনি কোয়ালিটি। ৭৪ মিনিটে জীবন মিয়ার শট কাস্টমস কিপার সালাউদ্দিন ঠেকিয়ে দিলে আরো একটি গোল থেকে বঞ্চিত হয় কোয়ালিটি। ৮৭ মিনিটে রিয়াদের শট রক্ষণভাগে প্রতিহত হয়। বল আবারো ঘুরে ফিরে কোয়ালিটির খেলোয়াড়দের কাছে গেলেও তারা তা কাজে লাগাতে পারেনি। বল বাইরে মেরে দিয়ে সুযোগ নষ্ট করেন। বৃষ্টি ভেজা মাঠে আর গোল না হলে এক গোলের এই জয় নিয়ে মাঠ ছাড়তে হয় কোয়ালিটিকে। ৮ খেলা শেষে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। গতকালের খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন কোয়ালিটি স্পোর্টস ক্লাবের খেলোয়াড় নিকশন চাকমা। খেলা শেষে তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর, বিশিষ্ট ব্যাংকার ও সাবেক ক্রিকেটার মোহাম্মদ তৌফিকুল ইসলাম। আজ বিকাল ৩টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ বনাম চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ পরস্পরের মোকাবেলা করবে। খেলাটি অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়ামে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে যেকোনো দল যেকোনো দলকে হারাতে পারে
পরবর্তী নিবন্ধতাসকিন খেলতে পারছেন না আজকের ম্যাচেও