প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে জয় পেল আবাহনী। গতকাল শনিবার ঢাকা ওয়ান্ডারার্সকে ১–০ গোলে হারিয়েছে তারা। ম্যাচে একমাত্র গোলটি করেছেন সুমন রেজা। প্রথম ম্যাচে আবাহনী ফকিরেরপুল ইয়ং মেন্সকে ২–০ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছিল। কুমিল্লায় ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে আবাহনী। তবে গোলের দেখা মিলছিল না তাদের। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় তারা। এর ধারাবাহিকতায় ম্যাচের ৫৮ মিনিটে হেড করে দলকে এগিয়ে দেন সুমন রেজা। ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী