প্রিমিয়ার ভার্সিটি সিএসই ৩৫তম ব্যাচের কোর্স সমাপ্তি অনুষ্ঠান

| সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৫তম ব্যাচের ‘কোর্স কমপ্লিশন সিরেমনি’ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠান কেক কেটে উদ্বোধন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সাহীদ মোহাম্মদ আসিফ ইকবাল। প্রফেসর ড. অনুপম সেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,বাংলাদেশের প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষা বিশ্বব্যাপী সমাদৃত। বহু শিক্ষার্থী প্রতিবছর স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন করেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংএর শিক্ষার্থীরাও দেশেবিদেশে তাদের কাজ দ্বারা সমাদৃত হবেন বলে আমি আশা করি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা শিরিন চৌধুরী, সহকারী অধ্যাপক কিংশুক ধর, সহকারী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন ও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআব্দুল মালেক কোম্পানি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধরাউজানে ফ্রি চিকিৎসা ক্যাম্প