প্রিমিয়ার ভার্সিটি ব্যবসা প্রশাসন বিভাগ ও এসিসিএর এমওইউ স্বাক্ষর

| বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি ব্যবসাপ্রশাসন বিভাগ ও দি অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ)-র একটি সমঝোতা স্মারক চুক্তি গত সোমবার (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন ও এসিসিএর বাংলাদেশের কান্ট্রি হেড প্রমা তাপসি খান। এসিসিএর একটি বৈশ্বিক পর্যায়ে স্বীকৃত প্রোগ্রাম, যেটি অ্যাকাউন্টিং, ফিন্যান্স এবং ব্যবসায় উৎকর্ষ অর্জনে পেশাদারদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদানের জন্য কাজ করে। ১৮০টিরও বেশি দেশে ২৫০,০০০এর বেশি সদস্য এবং ৫০০,০০০এর বেশি শিক্ষার্থী নিয়ে এটি আর্থিক জগতের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান।

চুক্তির মাধ্যমে প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং এসিসিএর শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও উন্নয়নে একসাথে কাজ করবে, যা তাদের অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে সফল ক্যারিয়ারের জন্য তৈরি হতে সাহায্য করবে। প্রিমিয়ার ইউনিভার্সিটি এসিসিএর লার্নিং রিসোর্স, ক্যাপাসিটি বিল্ডিং ইনিসিয়েটিভস ও তাদের বিশাল প্রফেশনাল ও ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবে, যা ব্যবসাপ্রশাসনের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে আশা করা যাচ্ছে।

তাছাড়া প্রিমিয়ার ইউনিভার্সিটি ও এসিসিএর একসঙ্গে ব্যবসাপ্রশাসনের ছাত্রছাত্রীদের জন্য ক্যারিয়ার উন্নয়নের নতুন পথ তৈরি ও অনুসন্ধান করবে। অংশীদারিত্ব প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসাপ্রশাসনের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তাদের পেশাগত যাত্রায় অনন্য সুযোগ প্রদান করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপউপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, প্রফেসর ড. তৌফিক সাঈদ, প্রফেসর এম. মঈনুল হক, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, অধ্যাপক স্টিভ অস্কার ডি রোজারিও, আফসানা ইয়াসমিন, শফায়তুন নাহার ও সহযোগী অধ্যাপক রাজীব দত্ত, এসিসিএর বাংলাদেশের বিজনেস রিলেশনশিপ এঙিকিউটিভ মাইশা নানজিবা মুসা, এসিসিএর সাউথ এশিয়ার কাস্টমার রিলেশনস অফিসার সৈয়দা সাদিয়া আফরোজ ও এসিসিএর বাংলাদেশের চট্টগ্রাম সেন্টার প্রফেশনাল স্কুল অব বিজনেসের সিইও মহি উদ্দিন সুমন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ২ হাজার গবাদি পশুর টিকা প্রদান সম্পন্ন
পরবর্তী নিবন্ধগবেষণা ছাড়া কোনো জাতি কাঙ্ক্ষিত সাফল্য পায় না