প্রিমিয়ার ভার্সিটি ও বিআইটিএম, বেসিসের এমওইউ চুক্তি স্বাক্ষরিত

| সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ও চট্টগ্রাম অঞ্চলের প্রযুক্তি শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনের জন্য প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পরিচালনা করা হবে। পরিচালনা করবে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও বিআইটিএম (বেসিস ইন্সটিটিউট অব ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট) বেসিস। এ ব্যাপারে বিআইটিএম, বেসিস এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন হয়েছে। গতকাল রোববার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। উপস্থিত ছিলেন উপউপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সাহীদ মো. আসিফ ইকবাল, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবেরি হিমিকা, বিআইটিএমের ট্রেনিং কোঅর্ডিনেটর খালেদা বেগম ও অ্যাসিসটেন্ট ম্যানেজার (কোঅর্ডিনেশন এন্ড কোলাবরেশন) মো. মোফাজ্জল হোসাইন। এমওইউতে স্বাক্ষর করেন ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্র্রার খুরশিদুর রহমান এবং বিআইটিএম, বেসিসের পক্ষে বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবেরি হিমিকা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে মিলাদুন্নবী (সা:) মাহফিল
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার স্মার্ট দেশ গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে