প্রিমিয়ার ইউনিভার্সিটির স্যোসিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের ৩য়, ৪র্থ, ৫ম ও ৭ম সেমিস্টারের রিসার্চ মেথডোলজি এবং রুরাল স্যোশিওলজি কোর্সের শিক্ষার্থীরা ফিল্ড ওয়ার্ক সম্পন্ন করেছে। সমপ্রতি আনোয়ারা উপজেলার কয়েকটি গ্রামে এই সমীক্ষা সম্পন্ন হয়। কোর্স দুটির ইন্সট্রাক্টর ড. সাদিকা সুলতানা চৌধুরী এবং তানিয়াহ্ মাহমুদা তিন্নির তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সামাজিক গবেষণার বিভিন্ন কৌশল ও পদ্ধতি যেমন–ইন্টারভিউ, কেস স্টাডি, কি ইনফরম্যান্ট ইন্টারভিউ, অবজারভেশন ইত্যাদি ব্যবহার করে উপাত্ত সংগ্রহ সম্পন্ন করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সামাজিক সমস্যা, কৃষিভিত্তিক সমাজের রূপান্তর, প্রযুক্তির পরিবর্তন, সামাজিক পরিবর্তন, সমাজ কাঠামোর পরিবর্তন, গ্রাম থেকে শহরে অভিগমন, পরিবেশের উপর পর্যটনের প্রভাব, পল্লী উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা বিষয়ে তথ্য–উপাত্ত সংগ্রহ করেছেন। সমীক্ষা পরিচালনার আগে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে শিক্ষার্থীরা সাক্ষাৎ করলে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ এবং বর্তমানের দ্রুত পরিবর্তনশীল অর্থনৈতিক ব্যবস্থায় বাংলাদেশের গ্রামীণ সমাজ পরিবর্তিত হচ্ছে। গ্রামীণ সমাজের মধ্যে নগর সমাজের অনেককিছুই এখন ঢুকে গেছে। ফলে গ্রামীণ সমাজব্যবস্থার মৌল কাঠামো ও উপরি কাঠামোতে নানা ধরনের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। এই পরিবর্তন সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে মাঠ পর্যায়ের ফিল্ড ওয়ার্কের বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।