প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার গত ২ জুলাই অনুষ্ঠিত হয়। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবালের সভাপতিত্বে সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল: প্রাত্যহিক জীবনে ইনফরমেশন ও সিকিউরিটির প্রভাব।
সেমিনারটি তথ্যপ্রযুক্তির প্রসার, বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং ভবিষ্যতের সমাধান অন্বেষণে সাইবার নিরাপত্তা এবং তথ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের অ্যাম্পরি স্ট্যাট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস ও ইনফরমেশনের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজেদুর রহমান। প্যানেল আলোচনায় ছিলেন বিএসআরএমের সিনিয়র ম্যানেজার (নেটওয়ার্ক ও ডাটাবেজ, ইনফ্রাস্ট্রাকচার, ইনফরমেশন টেকনোলজি) মোঃ সাইফুল ইসলাম মাহিন। প্রধান আলোচকের বক্তব্যে ড. মোঃ সাজেদুর রহমান সাইবার ক্রমবর্ধমান অ্যাটাক এবং এর নিরোধক শক্তিশালী প্রতিরক্ষামূলক কৌশলগুলোর প্রয়োজনের উপর জোর দেন। তিনি আধুনিক সাইবার হুমকিগুলির জটিলতাগুলি চিত্রিত করেন। মোঃ সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, দক্ষ সাইবার সিকিউরিটি পেশাদারদের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা প্রযুক্তিগত দক্ষতা, বিশ্লেষণাত্মক বুদ্ধিমত্তা এবং ক্রমাগত শেখার প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে। ড. আসিফ সভাপতির বক্তব্যে বলেন, ডিজিটাল অবকাঠামো রক্ষা করতে, তার ঝুঁকি কমাতে এবং সাইবার ঘটনাগুলোর কার্যকর সমাধানকল্পে প্রয়োজনীয় কৌশল নির্ধারণ এবং প্রযুক্তিগুলোর উপর ফোকাস জরুরি। সেমিনারের ফাঁকে ফাঁকে আলোচকরা শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক মিনহাজ হোসেনের সঞ্চালনায় এই সেমিনারে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।