প্রিমিয়ার ভার্সিটির ফ্যাশন ডিজাইন বিভাগের ৩ দিনব্যাপী কর্মশালা শুরু

| শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের ‘সারফেস অরনামেন্টেশন এন্ড ডিজাইন’ শীর্ষক এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। কাল ১৭ মে পর্যন্ত কর্মশালা চলবে। উদ্বোধনী দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশ। কর্মশালার ইন্সট্রাক্টর ছিলেন ফ্যাশন এন্ড ক্রাফট ডিজাইনার জনাব ফাইকুজ্জামান বাদশা। অতিথি ছিলেন স্ক্রিন প্রিন্ট বিশেষজ্ঞ রেজাউল করিম রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে ফাইকুজ্জামান বাদশা ব্লক, বাটিক, শিবরি টাইডাই, ন্যাচারাল ডাই, প্যাচওয়ার্ক ও প্রুশিয়ান মেথড প্রভৃতি বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজের অভিজ্ঞতা ও ক্যারিয়ার গঠনের বিষয় উপস্থাপন করেন। তিনি ডেকোরেটিভ পার্টে কীভাবে অলংকরণ ও ডিজাইন করতে হয়, কীভাবে তা নান্দনিক, আধুনিক, যুগোপযোগী ও বাজারজাত করা যায়, সেসব ব্যাপারে বিস্তারিত বর্ণনা করেন। স্ক্রিন প্রিন্ট বিশেষজ্ঞ রেজাউল করিম রেজা তাঁর বক্তব্যে স্ক্রিন প্রিন্ট কী জিনিস, কীভাবে স্ক্রিন প্রিন্ট করা হয়, তাতে কীভাবে অলংকরণ করা হয়, সেসব ব্যাপারে কথা বলেন।

সভাপতির বক্তব্যে সঞ্জয় কুমার দাশ ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজির জগতে সারফেস অরনামেন্টেশনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সারফেস বা নকশার সীমাবদ্ধতা নেই। পৃথিবীতে কতো রকমের সারফেস বা নকশা তৈরি হচ্ছে, সেব্যাপারে তোমাদের অবগত হতে হবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা রহমান, প্রভাষক এস. এম. তৌসিফ এবং শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে আল্লামা আবুল হাশেম (রহ.) জীবন-কর্ম শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধ“থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ছড়িয়ে দিতে হবে”