প্রিমিয়ার ভার্সিটির ইইই বিভাগের ইন্ডাস্ট্রি সংযোগে নতুন মাইলফলক

৮ প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর

| বুধবার , ১৪ মে, ২০২৫ at ৯:০৮ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগ ইন্ডাস্ট্রি সংযোগে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। বিভাগের উদ্যোগে ৮টি স্বনামধন্য ইন্ডাস্ট্রি ও প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি (এমওইউ) সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিতে সরাসরি কাজ করার সুযোগ, ইন্ডাস্ট্রিভিত্তিক গবেষণা এবং যৌথ প্রকল্পে অংশগ্রহণ করতে পারবে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। তিনি বলেন, শিক্ষার্থীদের হাতেকলমে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এই সমঝোতা আমাদের ইইই বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রির জগতের সঙ্গে সংযুক্ত করবে এবং তাদের ভবিষ্যতের পথ সুগম করবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, ইন্ডাস্ট্রিঅ্যাকাডেমিয়া সংযোগের এই ধারা চলমান থাকলে আমাদের ইউনিভার্সিটি দেশের প্রযুক্তি উন্নয়নে একটি কার্যকর ভূমিকা রাখতে পারবে। সভাপতিত্ব করেন ইইই বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক। তিনি বলেন, আমরা শুধু পাঠ্যক্রমে সীমাবদ্ধ থাকবো না। আমরা চাই শিক্ষার্থীরা বাস্তব সমস্যা সমাধানের মধ্য দিয়ে প্রকৃত প্রকৌশলী হয়ে উঠুক। এই চুক্তিগুলো সেই লক্ষ্য পূরণে আমাদের সহায়তা করবে।

এই সমঝোতা চুক্তিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো: MAS Sumatra, MAS Intimates Bangladesh, Naahar Industrial Equipment Ltd., Recol, Global Safety Line Engineering, Insights Automata, AW Communications, Robotry Bangladesh, Nurham Ltd. Ges Pure Water Treatment System। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাক্ষর সম্পন্ন করেন। উল্লেখযোগ্যভাবে, এই চুক্তির আওতায় আরও ১০টি ইন্ডাস্ট্রি ও কোম্পানি খুব শীঘ্রই যুক্ত হবে বলে জানানো হয়।

বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রক্টর রাহুল চৌধুরী, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, সহকারী অধ্যাপক কল্লোল দে এবং ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দীন মুন্না, প্রভাষক সরিত ধর, আসিফ মোহাম্মদ সিদ্দিকী, সৌমেন দত্ত, আবির ধর, মনিষা দে, জয়নব বিনতে আহমদ এবং ফারিয়া তাহসিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা
পরবর্তী নিবন্ধচুয়েটে আইকিউএসির প্রশিক্ষণের সমাপনী