প্রিমিয়ার ভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের চট্টগ্রাম পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীরা সমপ্রতি রাউজানে অবস্থিত চট্টগ্রাম পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেছেন। এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের মূল লক্ষ্য ছিল পাওয়ার প্ল্যান্ট এবং সাবস্টেশনের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা এবং বিদ্যুৎ উৎপাদন ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন। পরিদর্শনের সময় শিক্ষার্থীরা পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন অংশ, যেমন জেনারেটর ইউনিট, কন্ট্রোল রুম, ট্রান্সফর্মার এবং সাবস্টেশনের কার্যপ্রক্রিয়া সম্পর্কে অবগত হন। পাওয়ার স্টেশনের চিফ ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ডিভিশন) মিজানুর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার আফরোজা আক্তার এইসময় শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের ওপর ক্লাস নেন। তাঁরা পাওয়ার স্টেশনের কার্যপ্রণালী, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

এই সফরের সমন্বয়ক ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না এবং প্রভাষক সৌমেন দত্ত। শিক্ষার্থীরা এই পরিদর্শন থেকে বিদ্যুৎ উৎপাদন এবং রক্ষণাবেক্ষণের জটিল দিকগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন, যা তাদের ভবিষ্যতের শিক্ষাজীবন ও কর্মক্ষেত্রে সহায়ক হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে সমপ্রীতির সমাবেশ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন